মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (১৫ নভেম্বর) ফরিদপুরের মধুখালীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলার মামলায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের তিন নেতাকে আটক করেছে মধুখালী থানা পুলিশ।
আটককৃতরা হলো কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের মধুখালী উপজেলা শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান ওরফে সাদেক মল্লিক (৫০), নওপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের ৯নং ওয়ার্ড সাধারন সম্পাদক আঃ কাদের শেখ (৫৫), ও আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকিদুল ইসলাম(৪৪)।
মধুখালী থানার উপ পরিদর্শক (এস আই) রুস্তম আলী জানান উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের তিন নেতাকে আটক করে শনিবার ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের গত ০৫/০৮/২০২৪ তারিখে বৈষ্যম বিরোধী আন্দোলনের ডাকে ছাত্র জনতার মিছিলের উপর হামলার মামলায় আটক করা হয়েছে।