মফিজুর রহমান মুবিন :
ফরিদপুরের মধুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অংগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর শুক্রবার বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা শেষে এ বিশাল র্যালি বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও বিএনপি মনোনয়নপ্রার্থী আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
তিনি বলেন, “৭ই নভেম্বর দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সিনিয়র সহসভাপতি মো. মনিরুজ্জামান মন্নু, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাংগাঠনিক সম্পাদক জাহিদ হোসেন মুকুল, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মোক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আকরাম হোসেন খান, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ওমর ফারুক, সদস্য সচিব মোঃ সাদ্দাম আরেফিন সহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
র্যালিটি মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট ও মধুখালী বাজার চৌরাস্তা প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। দিনব্যাপী এ কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
র্যালিতে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার, তারেক রহমান ওখন্দকার নাসিরুল ইসলামের ছবিসহ প্লাকার্ড নিয়েয়ে হাজার হাজার নেতাকর্মীর খন্দকার নাসিরের পক্ষে স্লোগান দিয়ে প্রায় দেড় কিলোমিটার ব্যাপী র্যালীকে মুখরিত করে তোলেন।