আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহাবুব-উল-আলম বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহাবুব-উল-আলম বলেন, তারুণ্যের সঠিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়তে আমাদের যুব সমাজকে শুধু শিক্ষায় নয়, সংস্কৃতি ও ক্রীড়াক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এই উৎসব তরুণদের মাঝে দেশপ্রেম ও স্বাস্থ্যকর প্রতিযোগিতার মনোভাব সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদের সভাপতিত্বে আয়োজিত এই সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান।
এছাড়া প্রতিযোগিতার আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা পুরস্কার বিতরণে সঞ্চালনা করেন।
এর আগে গত ৩০ অক্টোবর ‘নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব’ প্রতিপাদ্য নিয়ে গুলিস্তানের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতা শুরু হয়। এতে ঢাকা জেলার ৫টি উপজেলা ও মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।