মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা ঃ
“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগ আয়োজিত ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১ নভেম্বর ২০২৫খ্রি. শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কের রেলগেট এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে উপজেলা সময়বায় র্কমকর্তা লাকী আক্তারের সভাপতিত্বে ও সহকারী সমবায় পরিদর্শক মোঃ মহিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি)মোঃ এরফানুর রহমান। আরো বক্তব্য রাখেন সমবায়ী মোঃ ওবায়দুর রহমান, মোঃ হোসেন আলী মোল্যা ও মোঃ মঞ্জুর হোসেন মোল্যা। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি শাহজাহান হেলাল,সহসভাপতি মোঃ মতিয়ার রহমান মিয়া,সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সমবায়ীগণ প্রমুখ।