1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

ঢাকা সমাবেশকে কেন্দ্র করে মধুখালীতে পুলিশের কড়া নজরদারি

মফিজুর রহমান মুবিন
  • Update Time : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ৩০ Time View

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: আওয়ামী লীগের আগামীকাল ১৩ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য ‘লকডাউন সমাবেশ’কে ঘিরে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই অংশ হিসেবে ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা–খুলনা মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করছে মধুখালী থানা পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে মধুখালী রেলগেটসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহন তল্লাশি চালানো হয়। পুলিশ যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ প্রতিটি যানবাহন তল্লাশি করে দেখছে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু বহন করা হচ্ছে কি না।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “আগামীকাল ঢাকায় আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই লক্ষ্যে আমরা মহাসড়কে কড়া নজরদারি রাখছি। সাধারণ জনগণের নিরাপত্তার কথা চিন্তা করেই প্রতিটি যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে, যাতে কেউ কোনো আগ্নেয়াস্ত্র বা দেশীয় অস্ত্র নিয়ে ঢাকায় প্রবেশ করতে না পারে।”

তিনি আরও বলেন, “আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা।”

জানা গেছে, আগামীকাল ঢাকায় আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন সমাবেশে’ অংশ নিতে সারা দেশ থেকে নেতাকর্মীরা রাজধানীতে যাচ্ছেন। এ প্রেক্ষিতে প্রশাসন ও পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category