1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

মধুখালীতে ১বছরের সাজাপ্রাপ্ত আসামী মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ২৮ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ী থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে মাদক ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওই আসামীর নাম কবির শেখ (৪০)। সে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯নং ওয়ার্ড মেছড়দিয়া গ্রামের লতিফ শেখের ছেলে।
গ্রেফতাকৃত কবিরের নিকট থেকে পুলিশ ১০০পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পুড়িয়া গাঁজা ও নগদ ৯৮১০টাকা উদ্ধার করেছে পুলিশ। মাদক ব্যবসায়ী কবির একটি মাদক মামলায এক বছরের সাজাপ্রাপ্ত ছাড়াও একাধিক মাদক মামলার আসামী।
মধুখালী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রোস্তম আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল হালিম, এএসআই আশরাফুল আলম ও সঙ্গী ফোর্সসহ সকালে কবির শেখের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পুরিয়া গাঁজা এবং মাদক ব্যবসার নগদ ৯,৮১০ টাকা জব্দ করা হয়।
পুলিশ জানায়, কবির শেখ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা ও বিতরণের সঙ্গে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে একই দিন বিকেল ৩টার দিকে তাকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category