1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীসহ ২ জন গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫০ Time View

 

বিশেষ প্রতিনিধি :

ফরিদপুরে গৃহবধূকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামীসহ ২ জন মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র‍্যাব-১০। শুক্রবার সন্ধ্যায় তাদেরকে সালথা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। আসামীরা হলেন, মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মোঃ রায়হান মোল্লা (২৫)। তাদের দুজনের বাড়ি ফরিদপুরের সদর উপজেলার কবিরপুর এলাকায়।

এ বিষয়ে শনিবার দুপুরে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্প কার্যালয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর অধিনায়ক (পরিচালক) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) জানান, র‍্যাব-১০ এর একটি দল শহরের উত্তর শোভারামপুর এলাকায় কদিন আগে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে। আর এ ঘটনার মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ ও তার সহযোগী মোঃ রায়হান মোল্লাকে সালথা থেকে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে র‍্যাব জানতে পারে।

এদিকে মূল আসামি মোঃ শরীফুল ইসলাম ডন শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০ টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১০। তাদের দুজনকে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category