মধুখালী(ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের মধুখালীতে ২০১৬ সালে বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের একটি সাজানো আক্রান্ত মুলক, মিথ্যা বানোয়াট মামলায় গত ৯ নভেম্বর বেকসুর খালাস পেয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সহ-সভাপতি আব্দুর রহিম ফকির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান সহ অন্যান্যরা। এ মামলায় ১০২ জন সহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়েছিল।
এ উপলক্ষে বিএনপির কার্যালয়ে ১০ নভেম্বর সোমবার রাত সাড়ে ৭টায় উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে একটি আলোচনা সভা ও সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুখালী পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা বাকি, আশরাফুদ্দিন মন্ডল মানিক, সাইদুর রহমান সাইদ, হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাবলু কুমার রায়, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের আহবায়ক মেহেদী হোসেন মুন্নু, উপজেলা যুবদলের আহবায়ক মুক্তার হোসেন মুক্তার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন খান, ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সহ অন্যান্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌর বিএনপির এবং অঙ্গসংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে মামলায় খালাস পাওয়া উপস্থিত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে দেয়া হয়। উল্লেখ্য এ মামলায় ১০২ জন সহ অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়েছিলো।