1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

ফরিদপুরের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোঃ শহিদুল ইসলাম

মো. সহিদুল ইসলাম
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ২২৭ Time View

আঞ্চলিক প্রতিনিধি:
ফরিদপুর জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম । তিনি বর্তমান ফরিদপুরের মধুখালী থানা অফিসার ইনচার্জ । আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন সহ হত্যায় সম্পৃক্ত আসামী দ্রুত গ্রেফতারের সফলতায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন মোঃ শহিদুল ইসলাম। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ সুপার, ফরিদপুর কর্তৃক অফিসার ইনচার্জ, মধুখালীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। আইনশৃঙ্খলার বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা দেওয়া হয়। বৃহস্পতিবার (৮ জুন) ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ সভায় ওসি মোঃ শহিদুল ইসলামকে এ সম্মাননা দেওয়া হয়েছে। তাকে তার কাজের স্বীকৃতি স্বরূপ ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা তুলে দেন ফরিদপুরের জনবান্ধব পুলিশ সুপার (এস.পি) মো. শাহজাহান (পিপিএম সেবা)। জানা যায়,, মধুখালী থানা এলাকায় হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদকদ্রব্য জব্দ, বেশ কিছু আলোচিত অপরাধের রহস্য উদঘাটন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার ওয়ারেন্ট নিষ্পত্তিসহ আরও নানা কৃতিত্বের জন্য তাকে ফরিদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করে সম্মাননা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ বিষয়ে মধুখালী থানা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সকল অপকর্ম প্রতিহত করার ক্ষেত্রে পুলিশকে সহযোগিতার জন্য সবার কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। আরও জানা যায় তার ভালো কাজের দরুন বিগত বছরে অনেকবার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category