1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

মধুখালীতে ধর্ষণ ও মাদক মামলার সাজাপ্রাপ্তসহ দুই  আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৪ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 33;
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে দলবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি এবং মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) রাতে গ্রেফতারের পর রবিবার (৬ জুলাই) দুপুরে তাদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. নুরুজ্জামান জানান, থানায় দায়েরকৃত মামলা নং-১৬, তারিখ- ১৬/০৭/২০২৪, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩) ধারায় দায়ের করা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. ফরহাদ হোসেন (২৮), পিতা- মো. ইয়াছিন শেখ ওরফে কটো, সাং- আশাপুর (উত্তরপাড়া), থানা- মধুখালী, জেলা- ফরিদপুর—কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে, ৪ ফেব্রুয়ারি ২০২৩ সালে দায়েরকৃত একটি মাদক মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম বিশ্বাস (৪০), পিতা- মৃত আবুল কালাম, সাং- পশ্চিম গাড়া খোলা, মধুখালী পৌরসভা—কেও গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category