মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা ঃ
ফরিদপুরের মধুখালী পৌরসভার প্রধান বাজার মধুখালী বাজারে বিভিন্ন পেবিফেরি দোকান রাস্তার উপর থাকায়¡ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার টাকা জরিমানা ও একাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সরকার পৌরসভা আইন — ২০০৯ এর অধিনে হাজী বিরিয়ানি হাউজের মালিক জুয়েল’কে ১হাজার টাকা, অশোক স্টোরের মালিক অপু বিশ্বাস’কে ১হাজার টাকা, সোহাগ সাহাকে ২হাজার টাকা, দ্বীন ইসলাম ডিম ভান্ডারের মালিক মফিজুর রহমান’কে ১হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর ৫৩ ধারায় শাওনের ফুটপাতের দোকান অপরিষ্কার ও খাবারের মান খারাপ হওয়ায় ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান । এসময় মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, পৌর সচিব মো. রুহুল আমীন, উপসহকারী প্রোকৌশলী মো. বরকত আলী, হিসাব রক্ষত মো. রাজিব হাসান, হীরা হোসেন, রফিকুল ইসলাম হাবিবুল বাশার সুমন, প্রেসক্লাবের সহ প্রচার সম্পাদক ও দৈনিক ডেসটিনির মধুখালী প্রতিনিধি রাজিব হোসেন, কার্যকরী সদস্য ও ইউএসবি ২৪ এর মধুখালী প্রতিনিধি শাহরিয়ার শিকদার এবং দৈনিক মর্নিং পোস্ট পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ সালমান আহমেদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মো. এরফানুর রহমান বলেন, “আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৭হাজার টাকা জরিমানা ও একাধিক ব্যক্তি/প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এবং আগামী এমন অভিযান চলমান থাকবে।