মধুখালী প্রতিনিধি :
ছয়দফা দাবিনামা প্রস্তুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য সহকারীরা। ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মধুখালী শাখার সদস্যরা।
সারা দেশের ন্যায় এই কর্মসূচির অংশ হিসেবে মধুখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সিনিয়র সহ—সভাপতি রুমা সুলতানা, নার্গিস সুলতানা, সাধারণ সম্পাদক রেহানা পারভীন, সাংগঠনিক সম্পাদক জান্নাতারা, অর্থ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য বিউটি বিশ্বাস, চামেলী আক্তার, সুবর্ণা, যশোপ্রকাশ রায়, কামরুন নাহার, অনুপ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (ঊচও) বাস্তবায়নে। স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। বছরের প্রতিটি দিন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর—বাঁওড়, পাহাড়—সমতল, খাল—বিল পেরিয়ে সেবা পৌঁছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।
বক্তারা বলেন, “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি ন্যায্য অধিকার থেকে। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:১. নিয়োগবিধি সংশোধন ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ৩. ১৪তম গ্রেড প্রদান ৪. ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান