মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, চুরি—ছিনতাইসহ সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, মধুখালী থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত হোসেন, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ—সভাপতি আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।