1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

মধুখালীতে সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার, মোবাইল কোর্টে দুই মাদক কারবারিকে কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১২ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে মাদকবিরোধী অভিযানে দেশীয় মদসহ তিন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৩ জুলাই) রাত ৯টার দিকে মধুখালী পৌরসভার মরিচ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্ত চক্রবর্তী ও মো. ফজলে রাব্বি। অভিযান চলাকালে মরিচ বাজারে অবস্থিত আরাধন সরকার নামক এক ব্যক্তির সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার করা হয়। এ সময় সেলুন মালিক ও মাদক বিক্রেতা আরাধন সরকার (৩০), মাদক সেবনকারী মো. রাসেল মোল্লা (২৬), এবং মাদক বিক্রেতা অসীমা দাস (৪৫)–তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তারা সবাই মধুখালী পৌর এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা প্রদান করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে ৩জনের মধ্যে আরাধন সরকার (৩০) কে নিজ সেলুনে মদ রাখার দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শত টাকা জরিমানা ও মাদকসেবি মো. রাসেল মোল্যাকে নিজ হেফাজতে গাঁজা রাখায় ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়। অপর মাদক ব্যবসায়ী অসীমার বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেটদ্বয় সাংবাদিকদের জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মধুখালীসহ ফরিদপুর জেলাকে মাদকমুক্ত রাখতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
মধুখালীতে সেলুন থেকে দেশীয় মদ উদ্ধার, মোবাইল কোর্টে দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও একজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category