1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:২৭ পূর্বাহ্ন

“মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যা: বাবার খুনের দায়ে মায়ের ফাঁসির দাবিতে কাঁদলেন মেয়ে”

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৩ Time View

 

মফিজুর রহমান মুবিন, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসা শিক্ষক শেখ আল কালাম আজাদ হত্যার ঘটনায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মে (রবিবার) বিকেলে স্থানীয় বিল আড়োলিয়া বাজারে এই শোকসভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সাধারণ সম্পাদক কৃষ্ণপদ সরকারের সভাপতিত্বে এবং শেখ পরিবারের সদস্য মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় এই সভায় নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তব্য দেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামের আমির ও নিহতের সহকর্মী মাদ্রাসা শিক্ষক মাওলানা আলিমুজ্জামান, মাওলানা রফিকুল ইসলাম, নিহতের চাচা তোফায়েল আহমেদ টিক্কা, নিহতের একমাত্র সন্তান মধুখালী উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ, ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাবেক সভাপতি মো. সাহিন মিয়া, সাংবাদিক মতিয়ার রহমান মিয়া, ব্যবসায়ী হরিপদ দাসসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত জনতার হৃদয় স্পর্শ করে নিহতের কন্যা তাহসিন আহমেদ ঝিলিকের বক্তব্য। হাতে ‘বাবার খুনি মা’ লেখা প্ল্যাকার্ড ও মায়ের ছবি উঁচিয়ে তিনি কান্নাভেজা কণ্ঠে বলেন, “আমি আমার বাবার হত্যাকারীর, আমার মায়ের, সর্বোচ্চ শাস্তি চাই – ফাঁসি চাই!” তার এ দাবিতে পুরো সভা জুড়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

বক্তারা সভায় সকল খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানান।

উল্লেখ্য, নিহত শেখ আল কালাম আজাদ বিল আড়োলিয়া বাজারের বাজার কমিটির বর্তমান সভাপতি ও চরবামুন্দি ইয়াছিন আলি দাখিল মাদ্রাসার ইংরেজি শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শোকসভায় শত শত নারী-পুরুষ, বাজারের ব্যবসায়ী, নিহতের সহকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category