মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় ইউনিয়ন অফিসে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু। বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক( কৃষি) মুহম্মদ আনিসউজ্জামান,মহাব্যবস্থাপক( প্রশাসন) মিজানুর রহমান, সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়া,সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী, সাবেক ভরপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল শেখ,সিআইসি মনিরুল ইসলাম, নির্মল সরকার,সিডিএ মনোজ বিশ্বাস, টারবাইন ফোরম্যান আব্দুল খালেক প্রমুখ।এর আগে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।