বেয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ছয় শতাধিক শিক্ষার্থীকে নিয়মিত ছয়জন শিক্ষক দিয়ে চলছে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বহু বছর ধরে এই বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারী রয়েছে স্বল্পতা। জনবল সংকটে চলছে অর্ধশত বছরের পুরনো এ বিদ্যালয়টি। আর গণিত, ইংরেজির মত গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষকের পদ শূন্য রয়েছে।
গত পাঁচ বছর যাবৎ প্রধান শিক্ষক এবং দুই বছরের বেশি সময় ধরে সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। ২০১৭ সালের ২৬ জানুয়ারি থেকে প্রধান শিক্ষক নেই। আর সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য ২০১৯ সালের ১৮ জুলাই থেকে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এ টি এম চুন্নু মিয়া ২০১৯ সালের ১৮ জুলাই থেকে দায়িত্ব পালন করে আসছেন।
সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ টি এম চুন্নু মিয়া বলেন, বিদ্যালয়ে শিক্ষক-কর্মচারীর সংখ্যা অপ্রতুল। জনবল সংকটে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া বিদ্যালয়ের শূন্যপদ পূরণের জন্য গত সেপ্টেম্বর মাসে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার ঢাকা অঞ্চলের উপপরিচালক বরাবর আবেদন করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম জানান, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন। খুব দ্রুত শূন্যপদ গুলো পূরণ করা হবে।