1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বোয়ালমারীতে বন্ধ সুইজগেট খুলে দিলেন ইউএনও

তৈয়বুর রহমান কিশোর
  • Update Time : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৩৩৭ Time View

তৈয়বুর রহমান কিশোর,বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজারের উত্তর পাশে তেলজুড়ী বাবুরবাজার পাকা সড়কের দৈবকনন্দনপুর স্থানের কুটির খালের উপরের বন্ধ সুইজগেট  খুলে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি অভিযান চালিয়ে সুইজগেট খুলে খালটি দখল মুক্ত করে সাধারণের জন্য উন্মুক্ত করে দেন। জানা যায়, উপজেলার বিল দাঁদুড়িয়ার সাথে কুমার নদের সংযোগ স্থাপন করেছে কুটির খালটি। বর্ষা মৌসুমে পানি প্রবেশ ও মৌসুম শেষে পানি নিষ্কাশনে খালটি ভূমিকা রাখে। এ সময় দুটি ইউনিয়নের শত শত মৎস্যজীবী এ খালে মাছ শিকার করে জীবীকা নির্বাহ করে । এ বছর চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের একটি প্রভাবশালী মহল খালটির প্রবেশ পথে বাঁধ দিয়ে এককভাবে মাছ শিকার করে করছিল। তারা মাছ শিকার করায় বঞ্চিত হচ্ছিল শেখর ইউনিয়নের মৎস্যজীবীরা। এতে ক্ষিপ্ত হয়ে সাধারন মানুষ কুমার নদের মোহনায় অবস্থিত সুইজগেট বন্ধ করে দেয়। ফলে পানি নিষ্কাশন বন্ধ হয়ে বিলটির হাজার হাজার একর জমির শুকনো মৌসুমের ধান চাষ হুমকির মুখে পড়ে। সামাজিক যোগাযোগ ফেসবুকে এ বিষয়ে কয়েকজন ব্যবহারকারি উৎকণ্ঠা প্রকাশ করলে স্বপ্রণোদিত  হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খালটি মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেন। শুক্রবার বিকালে সরজমিনে উপস্থিত হয়ে সুইজগেট খুলে দেওয়াসহ সব ধরনের বাঁধ ও ভেশাল অপসারণের নির্দেশ দিয়ে সাধারণের জন্য খালটি উন্মুক্ত করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন- শেখর ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল মোল্যা, উপজেলা ক্যাবের সভাপতি মহব্বতজান চৌধূরী, শেখর ইউপি সদস্য ওবায়দুর রহমান সরদার, ফরহাদ হোসেন সিকদার, পানি উন্নয়ন বোর্ডের লোকজনসহ স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category