মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি:
সম্প্রদায়িক অপশক্তি ও ধর্মান্ধ গোষ্ঠি কর্তৃক সারাদেশে চলমান সন্ত্রাস, অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও নাশকতার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাজী আ. সালাম মিয়ার সভাপতিত্বে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুরাইয়া সালাম, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড.আলীউজ্জামান খোকন, সহপ্রচার সম্পাদক মো. রেজাউল করিম তুহিন, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুল বাশার, উপজেলা পুজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ রায়, মধুখালী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন, গাজনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুখেন মজুমদার, ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. শাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা ছাত্রীগের সভাপতি রবিন মোল্যা ও পৌর ছাত্রীগের সভাপতি মো. রফিকুল ইসলাম পাপ্পুসহ প্রমুখ।
সম্প্রীতি সমাবেশ পরবর্তী বঙ্গবন্ধ ম্যুরাল চত্বর থেকে বিশাল শান্তি শোভাযাত্রা পৌর সদরের ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে মধুবন শপিংমল এলাকায় শেষ হয়।