1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

মধুখালীতে বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১
  • ৩২২ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার (১৭ অক্টোবর) ভোরে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল। এ সময় বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ৪টি সীম কার্ড, ৩টি মোবাইল সেট ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক বিকাশ প্রতারক চক্রের তিন সদস্য হলো ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে মো. রবিউল ইসলাম ওরফে পাপ্পু(২৩), চিত্র রঞ্জন মালোর ছেলে চন্দন মালো(২৯) ও মাগুরা জেলার সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের কাদের আল নবীরের ছেলে মো. জাকারিয়া ইসলাম ওরফে অন্তর(২৬)।
র‌্যাব-৮, সিপিসি ২ ফরিদপুর ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ঠ ধারায় মধুখালী থানায় মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে জানা যায় তারা বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। ঘটনার বিবরনে আরো জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন করতঃ রেজিস্ট্রেশনকৃত সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category