তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও নতুন প্রার্থীদের মোটরশোডাউন শুরু হয়েছে। ইতিমধ্যে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মেয়াদ শেষ হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেল থেকে উপজেলার দাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি ৫ শতাধিক মোটরসাইকেল, ইজিবাইক, অটোভ্যান, মাইক্রোবাস নিয়ে শোভাযাত্রা ও পথসভা করেছেন
দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন। শোডাউনের সময় ইউনিয়নের পূজা মন্ডবগুলো পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন।
এ সময় তার সাথে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ ছাড়া ঘোষপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম ফারুক হোসেন, মেম্বর, ইউনিয়ন আ’লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে ৫ শতাধিক মোটরসাইকেল সহ বুধবার (১৩ অক্টোবর) সকালে ইউনিয়নে শোডাউন করেন। শোডাউনের সময় ইউনিয়নের পূজামন্ডগুলো পরিদর্শন করেন এবং নগদ অর্থ প্রদান করেন। একই দিনে চতুল ইউনিয়নের চেয়ারম্যান শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা পরিষদের সদস্য শেখর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান (সাবেক) আবুল কালাম আজাদ মোটরসাইকেল শোডাউন করেন এবং বিভিন্ন পূজামন্ডবে নগদ অর্থ সহায়তা করেন।