মো. আমিরুল ইসলাম নয়ন, মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
রবিবার (১০ অক্টোবর) রাতে ফরিদপুরের মধুখালী থানার অফিসার ইনচার্জ জনাব মো. শহিদুল ইসলাম এর নেতৃত্বে মধুখালী থানার এএসআই মো. রবিউল ইসলাম ও এএসআই দেলোয়ার মোল্যা অভিযান পরিচালনা করে দীর্ঘদিন নিজের নাম-পরিচয় গোপন রেখে আত্মগোপনে থাকা ডাকাতি ও খুন সহ ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী জালাল কাজী(৫৫)কে গ্রেফতার করেছে। সে বাগাট উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট মুন্সিপাড়া গ্রামের মৃত পরশ উল্লাহ কাজীর চেলে। তাকে সোমবার ফরিদপুর জেলহাজতে প্রেরন করা হয়েছে। সে ডাকাতি ও খুনের মামরার আসামী।