মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকাল ১১টায় ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের বাগাট উচ্চ বিদ্যালয়ের হল রুমে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নারী “কর্ম শীর্ষক” এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জউঙ) সংগঠনের সভাপতি কাজী ফেরদৌস ইমরানের সভাপতিত্বে ও মধুখালী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদারের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সেমিনারের উদ্ভোধন করেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান মোল্যা। সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মধুখালী থানার অফিসার্স ইনচার্জ মো. শহিদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মতিয়ার রহমান খান, ফরিদপুর জেলা পরিষদ সদস্য দেব প্রসাদ রায়, নওপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল হাসান টিপু, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. রহিম ফকির ও বাগাট বাজার বণিক সমিতির সভাপতি মির্জা জাকির হোসেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (জউঙ) এর সাধারন সম্পাদক সৈয়দ তানজিজুল ইসলাম।
সেমিনারে রুরাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর ঘরে বসে আত্মকর্মসংস্থানের উপর প্রশিক্ষণ প্রাপ্ত ২০জন নারীকে সনদ ও অর্থ প্রদান ও বিদ্যালয়ের ৮শ শত শিক্ষার্থীর মাঝে মাস্ক বিতরন করা হয়।