বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনা প্রতিরোধে ঔষধ সামগ্রী বিতরণ করেছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির করোনা হেল্পসেল ফরিদপুর ইউনিটের উদ্যোগে বোয়ালমারী চৌরাস্তায় পুরাতন বাসস্ট্যান্ডে শনিবার সন্ধ্যায় (২৫ সেপ্টেম্বর) এ
সব সামগ্রী বিতরণ করা হয়।
করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু বলেন, ‘আমরা দেখেছি করোনা প্রার্দুভাবের মধ্যে অক্সিজেনের অভাবে রোগীদের দুর্দশা রয়েছে। জনগণের এই বিপদের সময়ে বিএনপি ঔষধসহ করোনা সুরক্ষা সামগ্রী নিয়ে জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।’ তিনি আরো বলেন, হামলা মামলা মাথায় নিয়েও আমরা জনগণের পাশে আছি। বিএনপিকে ভাঙার জন্য টাকা খরচ করেও সরকার একজন বিএনপির কর্মীকে ভাঙতে পারেনি।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) খন্দকার রফিকুল ইসলাম কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলিম, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আফজান হোসেন খান পলাশ, শহর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বোয়ালমারী পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মাহবুবুর রশিদ হেলাল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, জেলা যুবদলের সহসম্পাদক মো. ইমরান হোসেন প্রমুখ।