বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ব্রীজ দেখতে গিয়ে বেপরোয়া মোটরসাইকেল চাপায় নিহত হয়েছে সুরাইয়া (৬) নামে এক শিশু। শিশুটি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেয়ে। মঙ্গলবার বিকেল (১৪ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালমারীর সীমান্তবর্তী মাগুরা জেলার মহম্মদপুর শেখ হাসিনা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ স্ত্রীসহ তিন মেয়েকে নিয়ে বোয়ালমারী উপজেলার সীমান্তবর্তী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে যান। এ সময় তারা সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় মোটরসাইকেল দুই আরোহীও মারাত্মক আহত হয়েছে। আরোহীরা হলো ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার সোহান (২২) ও সাজিদ (২০)। স্থানীয়রা তাদের দু‘জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। আহত সাজিদ মহম্মদপুর থানায় কর্মরত উপপরিদর্শক রাকিব হোসেনের ভাতিজা।
মোটরসাইকেল চাপায় শিশু নিহতের সত্যতা নিশ্চিত করে মহম্মদপুর থানার ওসি মো. নাসির হোসেন বলেন, বিকেলে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারী উপজেলার হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাশটি থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।