কামারখালী প্রতিনিধি ঃ
“আপনার পুলিশ, আপনার পাশে। তথ্য দিন সেবা নিন। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’- এই সব স্লোগানে মধুখালী থানার বিট পুলিশিং কার্যক্রমে গতিশীলতা বাড়াতে বাগাট ইউনিয়নে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে বাগাট ইউনিয়ন পরিষদে মধুখালী থানা পুলিশের উদ্যোগে এই বিট পুলিশিং কার্যক্রম সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি মধুখালী থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন ইউনিয়নে কোন প্রকার মাদক সেবনকারী ও বিক্রেতা , সন্ত্রাস, ইভটিজিং সহ কোন প্রকার অপকর্মকারীর স্থান এই থানায় হবে না। আপনারা আমাকে তথ্য দিবেন, বিট পুলিশিং অফিসারকে জানাবেন অথবা ৯৯৯ নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আমি তখন ব্যবস্থা নিবো। আমি এই থানায় বিগত প্রায় ৫মাস যোগদান করার পর কোন জিডি করার সময় কোন টাকা লাগে না। কোন অভিযোগ করতে ভোগান্তি হতে হয়না। তিনি আরও বলেন আমাদের আইজিপি নির্দেশ পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিতে সাতটি ধাপ পার হতে পারলে কোন টাকা লাগবে না বিনা টাকাই চাকুরী হবে।
সভায় আরো বক্তব্য দেন- বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ রায়, মধুখালী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মোল্যা সহ আরো অনেকে। সহযোগীতায় ছিলেন বিট পুলিশিং অফিসার এস.আই. মোঃ দেলোয়ার হোসেন সহ অনেকে এবং গ্রাম পুলিশ বৃন্দ প্রমুখ।