মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক মাদক ব্যবসায়ী ফরিদপুরের মধুখালী উপজেলার পৌরসভাধীন বনমালিদিয়া গ্রামের ছিদ্দিক শেখের পুত্র রুবেল শেখ(২৮)কে আটক করেছে মধুখালী থানা পুলিশ। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল।
মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে সঙ্গীয় ফোর্স সহ পাশর্^বর্তী বোয়ালমারী থানার ঘোষপুর এলাকায় অভিযান পরিচালনা করে রুবেলকে আটক করি। তিনি আরো বলেন রুবেল শেখ একটি সাজাপ্রাপ্ত ও একটি গ্রেফতারী পরোয়ানাভ’ক্ত আসামী। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।
উল্লেখ্য মধুখালী থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম যোগদানের পর থেকে একের পর এক মাদক ব্যবসায়ী আটক করা হচ্ছে। এছাড়াও যে কোন ধরনের অপরাধিদের কোন প্রকার ছাড় দেওয়া হচ্ছেনা। তিনি অতি স্বল্প সময়ের ব্যবধানে একটি হত্যা মামলার আসামী শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। তিনি ২৮ ঘন্টার মধ্যে শিশু ধর্ষন মামলার আসামী গ্রেফতার করে দৃস্টান্ত স্থাপন করেছেন।