1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

বোয়ালমারীতে বোনের বাড়ি বেড়াতে গিয়ে লাশ হলো কিশোরী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৬ Time View
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের বেড়াদি পশ্চিমপাড়া গ্রাম থেকে ছুয়া নামের (১০) বছরের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই কিশোরী একই উপজেলার রূপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের এনায়েত চৌধুরীর মেয়ে। এনায়েত চৌধুরীর চার মেয়ে এক ছেলের মধ্যে ছুয়া দ্বিতীয় সন্তান। সে আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত একটি কওমী মাদ্রাসার ছাত্রী।
ওই কিশোরীর ফুফাতো ভাই বেড়াদী গ্রামের বাসিন্দা মো. মানছুর বলেন, ছুয়ার ভগ্নীপতি আরিফ শেখ সৌদিআরব থাকে। ১০/১৫ দিন আগে ছুয়া তার বোনের বাড়ি বেড়াদী গ্রামে বেড়াতে আসে। হঠাত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিকাল তিনটার দিকে বসতঘরের সিলিং ফ্যানের এংগেলের সাথে নিজ উড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলতে দেখা যায়।
তিনি আরো বলেন, ছুয়ার মানুষিক সমস্যা ছিল। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান জানান, ছুয়ার বোনের বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। আমি বিষয়টি জানার পর থানা পুলিশকে অবহিত করেছি।
বোয়ালমারী থানার উপ-পরিদশর্ক (এস আই) উত্তম কুমার বলেন, লাশের প্রাথমিক ময়নাতদন্ত করা হচ্ছে।  লাশ ময়নাতদন্তের জন্য যাবে কি না উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category