1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

ঐতিহাসিক সিরিজ জয় টাইগারদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩৯ Time View

অনলাইন সংস্করণ

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। ওয়ানডেতে নিজেদের ডেরায় কিউইদের পেলেই হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। ২০১০-১১ সালে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছিল ৪-০তে। এরপর ১৩-১৪ সালেও কিউইদের বাংলাওয়াশ করে টাইগাররা।

বাংলাদেশ জিতেছিল ৩-০তে। লক্ষ্য ছিল টি-টোয়েন্টিতেও বাংলাওয়াশ। কিন্তু কিউইরা তৃতীয় ম্যাচে না জিতলে ফল সেদিকেই গড়াচ্ছিল। তবে বাংলাদেশের প্রাপ্তি কিউইদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। সিরিজের চতুর্থ ম্যাচে ল্যাথামের দলকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। সফরকারীদের ৯৪ রানের লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে গেছে ৬ উইকেট ও ৫ বল হাতে রেখেই। বাংলাদেশের সিরিজ নিশ্চিত করেই মাঠ ছাড়েন টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। শেষের দিকে তার সঙ্গী ছিলেন আফিফ হোসেন। এই জয়ে বাংলাদেশ এগিয়ে গেল ৩-১ ব্যবধানে। সিরিজের শেষ ম্যাচ আগামী শুক্রবার।

নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে লক্ষ্যটা ছিল একশর নিচে। এক সময়ে সেটাও কঠিন হয়ে যেতে বসেছিল। নিউ জিল্যান্ডের দুই বাঁহাতি স্পিনারকে অতিরিক্ত সতর্ক হয়ে খেলতে গিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে প্রয়োজনের সময় মাহমুদউল্লাহর দুই বাউন্ডারিতে সরে যায় চাপ। আগের ম্যাচে বড় হারের ধাক্কা ভুলে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়ে ফিরে বাংলাদেশ। মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো সিরিজ জিতল টাইগাররা।

২০তম ওভারের প্রথম বলে বাউন্ডারিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া মাহমুদউল্লাহ ৪৮ বলে দুই ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ৪৩ রানে। কদিন আগে অস্ট্রেলিয়াকে যেভাবে নাস্তানাবুদ করেছিল মাহমুদউল্লাহর দল। নিউজিল্যান্ডকেও সেই পথ দেখাল স্বাগতিকরা। সিরিজের আগে যে নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না, সেই নিউজিল্যান্ডকে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারিয়ে দিল মাহমুদউল্লাহর দল। প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে সর্বনিম্ন রানে অলআউটের লজ্জা (৬০) দিয়ে বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। পরের ম্যাচেও টাইগাররা জিতেছে ৪ রানে। তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ৫২ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউ জিল্যান্ড: ১৯.৩ ওভারে ৯৩ (রাচিন ০, অ্যালেন ১২, ল্যাথাম ২১, ইয়াং ৪৬, নিকোলস ১, ডি গ্র্যান্ডহোম ০, ব্লান্ডেল ৪, ম্যাকনকি ০, এজাজ ৪, টিকনার ২, বেনেট ০); নাসুম ৪-০-১০-৪, সাকিব ৪-০-২৫-০, মেহেদি ৪-১-২১-১, মোস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাইফ ৩-০-১৬-১, মাহমুদউল্লাহ ১-০-৭-০)

বাংলাদেশ: ১৯.১ ওভারে ৯৬/৪ (নাঈম ২৯, লিটন ৬, সাকিব ৮, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৪৩*, আফিফ ৬*) বেনেট ৩-০-১৭-০, এজাজ ৪-০-৯-২, ম্যাকনকি ৩.১-০-৩৪-১, রাচিন ৪-০-৮-০, ডি গ্র্যান্ডহোম ৩-০-১৩-০, টিকনার ২-০-১৩-০)

Please Share This Post in Your Social Media

More News Of This Category