মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে বৃক্ষরোপন উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবির উদ্দিন মোল্যা। এ সশয় উপস্থিত ছিলেন শ্রমজীবী ইউনিয়নের সাধারন সম্পাদক কাজল বসু, চিনিকলের মহাব্যবস্থাপক(কারখানা) কল্যান কুমার দেবদাস,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান,উপমহাব্যবস্থাপক(সম্প্রসারণ)প্রবীর মল্লিক, শ্রমজীবী ইউনিয়নরে সহ সাধারন সম্পাদক মো. শাহিন মিয়াসহ কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ। চলতি বছর মিল এলাকায় কয়েকশত বৃক্ষরোপন করা হবে।