1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৩৪ অপরাহ্ন

মধুখালীতে রিক্সা চালক মালেক হত্যা রহস্য উদঘাটিত।। গ্রেফতার ৬ ছিনতাইকৃত রিক্সা উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪৬ Time View

নিজস্ব প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রামের (৩নং ওয়ার্ড) বাসিন্দা রিক্সা চালক মালেক শেখ (৫৫)কে হত্যা করে রিক্সা ছিনতাইয়ের রহস্য উদঘাটন করে হত্যার সাথে জড়িত ৬জন আসামীকে আটক করে ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করা হয়েছে মধুখালী থানা পুলিশ।
সোমবার (৬ সেপ্টেম্বর ২০২১) তারিখে দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান (বিপিএম সেবা)। মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির সময় উপস্থিত ছিলেন।
হত্যার সাথে জড়িত আটককৃতরা হলো আলমগীর শেখ(৪৩), পিতা আহম্মদ আলী শেখ, গ্রাম-দৈবকীনন্দনপুর, লিয়াকত বিশ^াস(৩৪), পিতা-মৃত সিদ্দিক বিশ^াস, গ্রাম- হাসামদিয়া, থানা-বোয়ালমারী, আব্দুর রহমান(৩৫), পিতা-মৃত পাঁচু শেখ, গ্রাম- মেছড়দিয়া, থানা- মধুখালী, মিলন শেখ(৩৩), পিতা-মৃত সুমন শেখ, গ্রাম-ফতেপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর, কোরবান বিশ^াস(৩০) পিতা-মৃত মোকছেদ বিশ^াস, গ্রাম-মাঝবাড়ি,থানা-কালুখালী, জেলা-রাজবাড়ি, আব্দুল মান্নান ঘরামী(৫৫) পিতা-মৃত আবুল কাশেম ঘরামী, গ্রাম-দিঘা, থানা-ইশ^রদি, জেলা-পাবনা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রতিদিনের ন্যায় মালেক শেখ রিক্সা চালানোর উদ্দেশ্যে গত ১১ আগস্ট রাত সাড়ে ৭টায় বাড়ী থেকে বের হয় এবং পরের দিন ১২ আগস্ট উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যসদী গ্রাম থেকে তার লাশ পুলিশ উদ্ধার করেন। ১৩ আগস্ট নিহতের ছেলে বাদী হয়ে মধুখালী থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করে। মামলা নং ৬।
পুলিশ চিনিকল রোডের মেসার্স বন্যা ট্রেডার্স দোকানের সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে আসামী আলমগীরকে শনাক্ত করে গত ২৬ আগস্ট আটক করে জিজ্ঞাসাবাদের এবং উচ্চতর প্রযুক্তির মাধ্যমে সকল আসামীকে শনাক্ত করে ৫ সেপ্টেম্বর রবিবার আসামীদের আটক করে ছিনতাইকৃত রিক্সাটি উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category