1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন

মধুখালীতে অটো—ভ্যান সংঘর্ষে প্রাণ গেল ছয় বছরের শিশু রাইসার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫১ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
বাবা মায়ের সাথে নানা বাড়ীতে যাওয়ার পথে রাইসা নামের ছয় বছর বয়সের এক শিশু কণ্যা সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছে। নিহত রাইসা মাগুড়া সদর থানার গোপীনাথপুর গ্রামের শৈকত মোল্যার কণ্যা।
এসময় ভ্যান চালক সাগর আহত হয়েছে। তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার ( ১১ জুন) বেলা আনুমানিক তিনটার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা—খুলনা মহাসড়কে বাগাট বাজারের পঞ্চিম পাশে^র্ এ দূর্ঘটনাটি ঘটে।
করিমপুর হাইওয়ে পুলিশের এস আই শফিকুল ইসলাম জানান বেলা আনুমানিক তিনটার দিকে মাগুরা থেকে ভ্যানযোগে নিহত রাইসা তার বাবা মায়ের সাথে মধুখালী উপজেলার মাঝকান্দিতে নানা বাড়ীতে আসার পথে বাগাট বাজারের কাছে আসলে অপরদিক থেকে একটি অটোগাড়ী ভ্যানটিকে ধাক্কা দিলে রাইসা ছিটকে পড়লে স্থানীয়রা তাকে দ্রুত মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। লাশ তার অভিভাবকের কাছে স্থানান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অপর দিকে অটো চালক জিয়াউর রহমান বর্তমানে মধুখালী থানা হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category