মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ‘সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদাবাজীর অভিযোগে’ দুই ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান।
দন্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন, কামারখালী বাসস্ট্যান্ডে ফরিদপুর মালিক সমিতির কর্মরত দুই শ্রমিক মধুখালী উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা বাসস্ট্যান্ডের স্ট্যাটার মতিয়ার রহমার (৫৭) ও একই এলাকার বাসিন্দা গেটম্যান রফিক বিশ্বাস (৬৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে বাস থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কিছুদিন ধরে স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসছিল যে, ঢাকা এবং অন্যান্য এলাকাগুলির থেকে আসা বাসগুলির চালক ও যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজরা অবৈধভাবে টাকা আদায় করছে। এ অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প বাসস্ট্যান্ডে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শুক্রবার এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তি টাকাসহ হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদারতের মাধ্যমে ১৮৬০ সালের দন্ডবিধির ১৮৮ ধারায় তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, কামারখালীতে আমাদের দুই কর্মচারিকে কারাদন্ড দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।