1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

মধুখালীতে মাদ্রাসা শিক্ষক হত্যার ঘটনায় মামলা।। দ্বিতীয় স্ত্রী, শাশুরীসহ তিনজন গ্রেফতার একজনের স্বীকারোক্তি, দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ীর ৫দিনের রিমান্ড আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

মধুখালী ফরিদপুর :
ফরিদপুরের মধুখালীতে চরবামুন্দী ইয়াসিন আলী দাখিল মাদ্রাসার শিক্ষক ও উপজেলা কৃষকদলে সদস্য সচিবের পিতা শেখ আল কালাম আজাদ (৬১) হত্যার ঘটনায় মধুখালী থানায় হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় নিহতের দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা (৩০), শাশুড়ী রাফেজা (৫৫) ও মোঃ রাসেল শেখ (২৯)কে গ্রেফতার করেছে মধুখালী থানা পুলিশ।
বুধবার ৩০ এপ্রিল গ্রেফতারকৃতদের ফরিদপুর আদালতে প্রেরন করে নিহতের স্ত্রী ও শাশুড়ীর ৫দিনের রিমান্ড চেয়ে এবং অপর আসামীর স্বীকারোক্তি দানের আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা।
আবেদনের প্রেক্ষিতে আসামী রাসেল শেখ হত্যার ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দী প্রদান করে এবং অপর দুই আসামী মানিরা মাকসুরা ও রাফেজার রিমান্ড আবেদনের শুনানির দিন আগামী ৫ মে ধার্য্য করে আসামীদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ আদালত।
মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন গ্রেফতারকৃত আদালতে পাঠানো হয়েছে এদর মধ্যে একজন আসামী সরাসরি হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তি দিয়েছে এবং মামলা অধিকতর তদন্তের জন্য অপর দুই আসামীর ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতার রাসেল তার স্বীকারোক্তিতে নিহতের দ্বিতীয় স্ত্রী ও শাশুড়ীর সাথে যোগসাজজের মাধ্যমে হত্যার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য ফরিদপুরের মধুখালী উপজেলার চরবামুন্দি ইয়াছিন আলী দাখিল মাদ্রসার শিক্ষক ও উপজেলা কৃষকদলের সদস্য সচিবের পিতা শেখ আল কালাম আজাদ(৬০) গত ২৭ ্এপ্রিল সন্ধ্যা অনুমান ০৬,০০ ঘটিকার পর হইতে না পাওয়া গেলে এবং তাহার মোবাইল নং ০১৭১২—৯৬ ৮২৯৭ বন্ধ পাওয়া যাওয়ায়। বাড়িতে না ফেরায় তাহার পরিবারের লোকজন এবং আত্মীয়—স্বজনসহ বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে। তাকে না পেয়ে তার ছেলে —শেখ তানভীর আহম্মেদ শিমুল (৩৪) ২৮ এপ্রিলতারিখ মধুখালী থানায় তাহার আব্বার নিখোঁজ সংক্রান্তে সাধারন ডাইরী করেন। মধুখালী থানার সাধারণ ডাইরী নং—১৩০৯। থানা সূত্রে জানা যায়, জিডির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এক পর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আল কালাম আজাদের দ্বিতীয় স্ত্রী মানিরা মাকসুরা (৩০), শ্বাশুড়ি রাফেজা ও মেগচামীর খালপাড়ি গ্রামের সোহরাব শেখের ছেলে রাসেল শেখ (২৮) নামে তিনজনকে থানায় নিয়ে আসা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাদের দেওয়া তথ্য অনুযায়ী নিখেঁাজের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয় এবং পুলিশ ২৯ এপ্রিল তারিখ মঙ্গলবার সকাল অনুমান ১১টার সময় আসামী রাসেলের দেখামতে উপজেলার জাহাপুর ইউনিয়নের কঠুরাকান্দি মাঠের মধ্যে ভুট্টাক্ষেত থেকে মাদ্রাসা শিক্ষকের লাশ উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category