মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে চলন্ত ট্রেনের ধাক্কায় এক পুরোহিত নিহত হয়েছে। তার নাম অপুর্ব মাধব দাস(৪৫)
জানা গেছে,২৯ এপ্রিল মঙ্গলবার কালুখালী—ভাটিয়াপাড়া রেলপথে চালাচলকারী ভাটিয়াপাড়া মেইল ট্রেনটি দুপুর দেড়টার দিকে মধুখালী রেলস্ট্রেশনে প্রবেশের ১ কিলোমিটার উত্তরে ফরিদপুর চিনিকলের পূর্বপাশে চলন্ত ট্রেনের ধাক্কায় এক পুরোহিত নিহত হয়েছেন। সে উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর গ্রামের একটি মন্দিরের পুরোহিতের দায়িত্ব পালন করতেন।
দূর্ঘটনা স্থলের কয়েকজন জানান, ট্রেন আসার আগে তাকে দুর্ঘটনা এলাকায় এলোমেলো ঘুরাফেরা করতে দেখা গেছে।
এ বিষয়ে মধুখালী রেলস্টেশন মাষ্টার কাউসার মাহমুদ জানান, আমি জানতে পেরেছি নিহত পুরহিত আত্মহত্যা করে থাকতে পারেন ।