1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১০:০৩ অপরাহ্ন

মধুখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কার্যকর পদক্ষেপের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১৯১ Time View

 

মফিজুর রহমান মুবিন :
ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে ২৮ এপ্রিল (সোমবার) সকাল ১১ টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল।
উক্ত সভায় উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী থানার সাব ইন্সপেক্টর মোঃ তারেক, মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ সহ আরো অনেকে।

বক্তারা বলেন,ধুখালী উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।মাদক, ইভটিজিং, চুরি-ছিনতাইসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়।আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি ইউনিয়নে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত মনিটরিংয়ের আহ্বান জানানো হয়।জনস্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা আরও উন্নত করার ওপর আলোকপাত করা হয়।

সভাপতি মোঃ আবু রাসেল তার বক্তব্যে বলেন,
“মধুখালীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হলেও, তা আরও উন্নত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার কর্তৃক গৃহীত আইন-কানুন যথাযথভাবে মেনে চলতে হবে এবং সমাজ থেকে অপরাধ দূর করতে হবে।”

সভা শেষে আগামী মাসের জন্য কর্মপরিকল্পনা নির্ধারণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category