মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
রবিবার (২০ এপ্রিল) ফরিদপুরের মধুখালী উপজেলার কৃতিসন্তান বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর ৫৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ গ্রন্থগার ও স্মৃতি জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন এর মাধ্যমে দিবসটির সূচনা করেন। আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় আব্দুর রউফ গ্রন্থগার ও স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে উপজেলা প্রশাসন ও কামারখালী ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে স্থানীয় ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরি ইরানের সভাপতিত্বে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর ৫৪তম শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকরি কমিশনার (ভ’মি) মো. এরফানুর রহমান ও থানা অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান। এছাড়া মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ ১৯৭১ সালের ২০ এপ্রিল স্বাধীনতা যুদ্ধে যুদ্ধচলাকালে পাকহানাদারদের সংগে সম্মুখ সমরে বর্তমান রাঙ্গামাটি জেলার নানিয়ারচর থানার বুড়িঘাটে চিংড়ি খাল নামক স্থানে শহীদ হন।