1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

মধুখালীতে স্পিডব্রেকারের দাবিতে মানববন্ধন।। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৬০ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালী উপজেলার মেছড়দিয়া মোড়ে স্পিডব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। শনিবার ঘটে যাওয়া মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকা—খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় বাজারের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মেছড়দিয়া মোড় বাজারের সভাপতি এস. এম. কামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আকরাম ফকিরের সঞ্চালনায় কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সাগর, পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নূর নবী মিয়া, শিক্ষক মো. লিটন খান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব তালুকদার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শারাফাত সরত, সাহাবুদ্দিন আহম্মেদ শাওনসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মেছড়দিয়া মোড়টি গুরুত্বপূর্ণ হলেও এখানে স্পিডব্রেকার না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এতে অনেককে মৃত্যুবরণ ও আবার কেউ পঙ্গুত্ব বরন করে মানবেতর জীবনযাপন করছেন। এর দ্রুত প্রতিকার না করা হলে আরও প্রাণহানি ঘটবে বলে আশঙ্কা করেন তারা।
তারা হুঁশিয়ারি দেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্পিডব্রেকার স্থাপন না করা হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে খুলনা থেকে ঢাকা গামি একটি গোল্ডেন লাইন পরিবহন মেছড়দিয়া মোড়ে একটি াভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানের দুই যাত্রী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই মারা যান। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন।
উল্লেখ্য এই বাজারের সামনে দিয়ে মহাসড়কের উত্তর এবং দক্ষিন দিকে দুটো বাইপাস সড়ক বের হয়েছে যেখান দিয়ে বোমালমারি ও মধুখালী উপজেলার প্রায় বিশটি গ্রামের মানুষ অটো এবং ভ্যান যোগে যাতায়ত করে। যাদেরকে এই মহাসড়ক পার হতে হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category