মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (১৯ এপ্রিল) সকালে ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা—খুলনা মহাসড়কের মেছড়দিয়া মোড় নামক জায়গায় সড়ক দূর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। এসময় আরো ৫জন আহত হয়েছে। আহতরা বর্তমানে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত কিশোরের নাম মিনহাজ(১৫), পিতা— মিঠু মীর। বাড়ী উপজেলার মধুখালী পৌর সদরের ৯রং ওয়ার্ডের মেছড়দিয়া গ্রামে।
আহতরা হলো তানিয়া (৩০), সোহরাব (৫৫), সামাদ (৬৫), সাখায়ত (৫০)। আহত সকলের বাড়ী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষনদিয়া গ্রামে। অপর আহত আলী(৭৫) পৌর সদরের মেছড়দিয়া গ্রামের বাসিন্দা।
মধুখলী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান, সকাল আনুমানিক দশটার দিকে গোল্ডেন লাইন (ঢাকা মেট্রা ব—১৫—৫১২৫) পরিবহনের ঢাকাগামী যাত্রীবাহি একটি বাস মেছড়দিয়া এলাকায় মহাসড়কের এপার থেকে দক্ষিন দিকে রাস্তা পার হওয়ার সময় পিছন থেকে একটি ভ্যানগাড়ীকে ধাক্কা দিলে এ দূর্ঘটনাটি ঘটে। এসময় ভানে থাকা ৬ যাত্রী গুরুতবর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে তানিয়া (৩০), সোহরাব (৫৫) ও মিনহাজ(১৫) এই তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদের মধ্যে আহত কিশোর মিনহাজ এর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা রিফর্টি করা হলে ঢাকাতে নেয়ার পথে তার মৃত্যু হয়।