মধুখালী প্রতিনিধি ঃ
বুধবার (১৬ এপ্রিল) ফরিদপুরের মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত ) এর আওতায় নিবন্ধিত জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ ৭০টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা মাহাবুব এলাহী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার কে এম তানজির নাঈম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, নওপাড়া ইউপি সদস্য মো. জাহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।