1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

মধুখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, ৬ কেন্দ্রে ৩০৭৬ পরীক্ষার্থী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৯৪ Time View

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ-

সারা দেশের মতো ফরিদপুরের মধুখালী উপজেলাতেও আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টা থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাটি চলবে দুপুর ১টা পর্যন্ত।

মধুখালী উপজেলায় এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৪০০ জন, দাখিল ৩০০ জন, ভোকেশনাল ২৯১ জন এবং বাউবি (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) পরীক্ষার্থী ৮৫ জন।

পরীক্ষা পরিচালনার জন্য উপজেলায় মোট ৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য ৩টি, দাখিলের জন্য ১টি, ভোকেশনালের জন্য ১টি এবং বাউবির জন্য ১টি কেন্দ্র নির্ধারিত হয়েছে।

পরীক্ষার প্রথম দিন থেকেই কেন্দ্রগুলোতে অভিভাবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। সন্তানের সাফল্য কামনায় অনেকে সকাল থেকেই কেন্দ্রে অবস্থান নেন।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল জানান, “এ বছর আমাদের উপজেলায় মোট ৩০৭৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। পরীক্ষার জন্য ৬টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। আমরা সর্বোচ্চ নিরাপত্তা ও নজরদারি নিশ্চিত করেছি। আশা করি, পরীক্ষার্থীরা সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারবে।”

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন, শিক্ষা বিভাগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কেন্দ্র পরিচালনাকারী সংশ্লিষ্ট সবাই একযোগে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category