মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালী উপজেলা পৃথক ঘটনায় অভিযান পরিচালনা করে দুই চোর আটক, একটি পিকআপসহ চুরি যাওয়া একটি গরু ও গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামগ্রী উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ।
মধুখালী থানা সূত্রে জানা যায় সোমবার (২৪ মার্চ) ভোর রাত আনুমানিক তিনটার সময় মাঝকান্দি—বোয়ালমারি আঞ্চলিক মহা সড়কের আরুয়াকান্দি এলাকায় পুলিশ দেখে দাড়িয়ে থাকা একটি পিকআপ দ্রুতিগতিতে পালানোর চেষ্টাকালে পুলিশ একটি গরুসহ পিকআপ ড্রাইভা কে আটক করে। আটক ড্রাইভারের নাম জাকারিয়া(৩২)। সে ঢাকা জেলার দক্ষিণ খান থানার গাওয়াইর গ্রামের মৃত মোতালেব বেপারীর ছেলে।
অপর দিকে একই দিনে ভোর রাত আনুমানিক পৌর সদরের ঢাকা—খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকার ঢাকা মেডিকেল সার্ভিস হতে চুরির খবর পেয়ে থানা পুলিশ অভিযান পরিচালনা করে চুরি যাওয়া ৪টি গ্যাস সিলিন্ডারসহ চিকিৎসা সামদ্রী ও চোরকে আটক করে। আটককৃত চোরের নাম তৌহিদুল ইসলাম(৪৭)। সে উপজেলার ডুমাইন গ্রামের নিশ্চিন্তপুর গ্রামের মৃত খালেকের ছেলে।
এ বিষয়ে মধুখালী থানায় দুটি পৃথক চুরি মামলা হয়েছে।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান বলেন উভয় ঘটনায় পুলিশ খবর পেয়ে দ্রুরুতার সাথে অভিযান পরিচালনা করেছে এবং স্বার্থক হয়েছে।