মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দী পূর্বপাড়া রফিক মোল্যার বাড়িতে মঙ্গলবার(৪ মার্চ) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একটি বসত ঘর ও একটি রান্না আগুনে পুড়ে যায়। এসময় রফিকের বৃদ্ধা মা মোসা: জবেদা খাতুন (৮৭) ঘরে নামাজরত অবস্থায় থাকায় পুড়ে ঘটনাস্থলে মারা যায়। ক্ষতিগ্রস্থ রফিক মাঝকান্দি পূর্বপাড়ার মৃত জলিল মোল্যার ছেলে। অগ্নিকান্ডে রফিকের প্রায় ২লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।
পরে ৯৯৯ এ ফোন পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ও এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যায়।
মধুখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ রাশেদুল আলম বলেন, খবর পেয়ে আনুমানিক সাড়ে সন্ধ্যা ছয়টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসির সহযোগিতায় আগুন ণিয়ন্ত্রনে আনি। এর আগেই একটি বসত ঘরের তিনটি রুম, ঘরে থাকা মালামাল ও একটি রান্না ঘর আগুনে পুড়ে যায়। বৃদ্ধা মোসা: জবেদা বেগম নামাজরত ছিলেন। বাড়িতে অন্য লোক না থাকায় আগুনের বিষয়টা বুঝতে পারেননি, আর এজন্যই তিনি কিছু না বুঝায় আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।
এ ব্যাপারে মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে ঘরে থাকা অবস্থায় জবেদা খাতুন (৮৭) নামে একজন বৃদ্ধা মহিলা মারা গেছে। আমরা তদন্ত করছি।