1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন

মধুখালীতে দলিলের বালাম ও নথিপত্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৭ Time View

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা :
ফরিদপুরের মধুখালী উপজেলা সাব—রেজিস্ট্রি অফিসের রেজিস্ট্রিকৃত ১৯৮৫ সাল হতে ২০১০ সালের দলিলের বালাম ও নথিপত্র মধুখালী সাব—রেজিস্ট্রি অফিসের রেকর্ডরুম থেকে ফরিদপুর জেলা রেকর্ডরুমে স্থানান্তরের প্রতিবাদে সুধি সমাজের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের দলিল লেখক সমিতির সিনিয়র সহসভাতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন গোলাম শারাফাত শরৎ ।
১২ ফেব্রুয়ারী বুধবার দুপুর ১২টায় ঢাকা—খুলনা মহাসড়কের মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় জনগণসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে মধুখালী সাব—রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিলের বালাম ও নথিপত্র মধুখালীতেই রাখার দাবী করে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, দলিল লেখক মো. রাকিবুল ইসলাম, মেহেদী হাসান, মো. মিলন মোল্লা, মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক স্ট্যাম্প ভেন্ডার মেহেদী হোসেন পলাশ, সুধি সমাজের পক্ষে মো. আখের আলী ও মোহাম্মদ কালাম মোল্লাসহ প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যে বলেন মধুখালী সাব—রেজিস্টি্র অফিসের রেকর্ডরুমের বালাম ও নথিপত্র ফরিদপুর জেলা রেজিস্টি্র অফিসে স্থানান্তর করা হলে স্থানীয় জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। বিশেষ করে জমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় করতে হবে। তারা বালাম ও নথিপত্র স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category