1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩০৩ Time View

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার ত্রি—বার্ষিক স্কাউটস কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় মধুখালী মাল্টিপারপাস হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দীনসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলকে সভাপতি এবং মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মনসুরকে সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “স্কাউটিং তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। স্কাউট আন্দোলন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ তৈরি করে, যা সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি স্কাউটস আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের স্কাউট গ্রুপ লিডারগন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category