মানিক শিকদার :
গত ১৯ অক্টোবর ২০২৪ তারিখে ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ—সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ওই অনুষ্ঠানে মধুখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকা বাইজ অনুষ্ঠানে রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ও নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।
সেই ছবি নিয়ে বিভিন্ন জাতীয় গণমাধ্যম সংবাদ প্রচার করে যে দুই চেয়ারম্যান বিএনপিতে যোগদান করেছে। সেই সংবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মধুখালী উপজেলা বিএনপি।
গত ২৮ জানুয়ারি ২০২৫ বিএনপির স্বাক্ষরিত একটু যৌথ বিবৃতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।
সেই বিবৃতিতে উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম (আবুল) স্বাক্ষর করেন। এছাড়াও স্বাক্ষর করেন পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক। উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব, পৌর যুবদলের আহবায়ক ও সদস্য সচিব, উপজেলা কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিব, পৌর কৃষক দলের আহবায়ক ও সদস্য সচিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও সদস্য সচিব, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব, পৌর ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক, উপজেলা উলামা দলের আহবায়ক ও সদস্য সচিব, সরকারি আইনউদ্দীন কলেজ ছাত্রদলের আহবায়ক ও যুগ্ম আহবায়ক, বীর শ্রেষ্ঠ আব্দুর রউফ ডিগ্রী কলেজের ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব।
যৌথ বিবৃতিতে উল্লেখ করা হয়
গত ১৯/১০ /২৪ তারিখে মধুখালী উপজেলাধীন নওপাড়া ইউনিয়নের সামাজিক অনুষ্ঠানের নৌকা বাইচের ছবি ছড়িয়ে জনসাধারণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদ।
মূলত ওই অনুষ্ঠানে কোন যোগদানের ঘটনা ঘটেনি। ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সময়ের জনপ্রিয় নেতা কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলামকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটি স্বার্থনাসী মহল মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বিগত দিনের একটি সামাজিক অনুষ্ঠানের ছবিকে কেন্দ্র করে কাল্পনিক গল্প সাজিয়ে হীন রাজনীতির ফায়দা হাসিলের উদ্দেশ্যে চালিয়ে যাচ্ছে। যাহা গভীর পরিতাপের বিষয় মূলত বিষয় হল দলীয় শৃঙ্খলা পরিবর্তিত কোন সিদ্ধান্ত লঙ্ঘন করা হয়নি , কারণ অনুষ্ঠানটি ছিল মূলত নৌকা বাইশ প্রতিযোগিতা যোগদান অনুষ্ঠান নয়। সেখানে আপমর সকল শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। ভবিষ্যতে খবর প্রকাশের ক্ষেত্রে জাতীয় দৈনিক অন্যান্য ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া দায়িত্বের সাথে বস্তুনিস্ট ¡ সংবাদ পরিবেশন করার জন্য অনুরোধ করা হলো।