মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে ফরিদপুরের মধুখালীতে মৌমাছির কামড়ে একজনের মৃত্যূ হয়েছে। এ সময় মৌমাছির কামড়ে আরো ১৬জন আহত হয়েছে বলে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে। মৃত্যূ ব্যক্তির নাম সুশান্ত কুমার সাহা (৩৮)। সে মধুখালী পৌরসভার পঞ্চিম গাড়াখোলা গ্রামের পরিমল কুমার সাহার ছেলে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানাগেছে,আহতরা সবাই পৌরসভার পঞ্চিশ গাড়াখোলা গ্রামের একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠ্যাৎ গাছে থাকা মৌমাছি উড়ে এসে তাদের শরীরে কামড়ালে তারা সবাই আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর এম ও ডা. কবির সরদার জানান সন্ধ্যার কিছু আগে মৌমাছির কামড়ে আহত ১৭জন রোগি আসে এর মধ্যে একজন আগেই মৃত্যু বরন করেছে। আহতদের দুইজনের অবস্থা আশংকজনক হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।