মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কৃষি উৎপাদন বৃদ্ধি ও বাজারজাতকরণ এবং নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের অর্থায়নে “বাংলাদেশ এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এক্টিভিটি” প্রকল্পের আওতায় ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া বাজার অবকাঠামো উন্নয়নের সম্পন্নকৃত কাজের উদ্ভোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আবু রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডি বাংলাদেশের ইকোনমিক গ্রোথ অফিসের ডেপুটি ডিরেক্টর জেফরি জাকা, বাংলাদেশ এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এক্টিভিটি এর চিফ অফ পার্টি মো. আবুল কালাম আজাদ, নওপাড়া বাজার কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ বাজারের ব্যবসায়ীগণ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ নওপাড়া বাজারে ইউএসএআইডির সহায়তায় নবনির্মিত অবকাঠামো পরিদর্শন করেন এবং নাম ফলক উন্মোচন ও বাজারের সংস্কার কাজের উদ্বোধন করেন।