1. almoazzintv@gmail.com : Moniruzzaman Monnu : Moniruzzaman Monnu
  2. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলা, প্রতিবাদের শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ Time View

 

শহর প্রতিনিধি :

ফরিদপুরের সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের (৫৬) ওপর অতর্কিত হামলা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে ফুসে উঠেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শহরের সারদা সুন্দরী মহিলা কলেজের সামনে মানববন্ধন করেন কলেজটির শিক্ষক ও শিক্ষার্থীরা। তাঁরা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
জানা যায়, অধ্যক্ষ মনজুরুল ইসলাম তার শহরের বাসভবন থেকে ইশার নামাজ পড়তে বের হন। এসময় কলেজটির সামনের রাস্তা পৌঁছালে একটি মোটরসাইকেল থেকে নেমে লোহার রড দিয়ে অতর্কিতভাবে তাঁর মাথায় আঘাত করা হয়। সে মাটিতে লুটিয়ে পড়লে মোটরসাইকেল আরোহীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অধ্যক্ষকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে, কে বা কারা এ হামলা চালিয়েছে তা বলতে পারেননি কেউ।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category