মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬.৫৪ মিনিটের সময় কামারখালী নির্মান শ্রমিক কার্যালয়ে এ তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কামারখাালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান এর নির্দেশে নির্বাচন কমিশনার আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক জাকির হোসেন মোল্যা ।এ সময় প্রধান নির্বাচন কমিশনার রাকিব হোসেন চৌধুরী ইরান, নির্বাচন কমিশনার জাকির হোসেন মোল্যা , উপদেষ্ঠা জাহাঙ্গীর হোসেন শেখ , সাবেক সভাপতি কারী ইসরাঈল হুসাইন, সাবেক সাধারন সম্পাদক মোস্তাক হোসেন, ক্যাশিয়ার সিদ্দিকুর রহমান সহ নির্বাচনী শ্রমিকগন উপস্থিত ছিলেন । জানা যায় ২য় নির্বাচন কমিশনার আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু শারিরিকভাবে অসুস্থ অবস্থায় ফরিদপুর হাসপাতাল থেকে ঢাকায় চিকিৎসাধীন আছেন । তফসিল ঘোষণা সময় নির্বাচন কমিশনার জাকির হোসেন মোল্যা জানান, মনোনয়ন জমা ও গ্রহনের তারিখ ১৬ -০১-২০২৫ ইং থেকে ১৮-০১-২০২৫ইং তারিখ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত । মনেনয়নপত্র যাচাই ১৯-০১-২০২৫ইং থেকে সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২০-০১-২০২৫ইং তারিখ , প্রতীক বরাদ্ধ ২০-০১-২০২৫ ইং তারিখ বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত । নির্বাচন আগামী ১লা ফেব্রয়ারী-২৫ রোজ শনিবার সকাল ৯টা থেকে ৪টা পর্যৗল্প বিরতিহীন ভাবে চলবে। স্থান ঃ আড়পাড়া-কামারখালী মদিনাতুল উলুম নছরিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে । মোট ভোটারের সংখ্যা ৩৭৭জন । তিনি আরও বলেন ভোট প্রদানের সময় অবশ্যই আইডি কার্ড সঙ্গে আনতে হবে অন্যথায় বিনা কার্ডে ভোট প্রদান করতে পারবে না। এ সময় তিনি একটি অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের জন্য সবাইকে সার্বিক ভাবে সহযোগিতা করার আহবান জানান। তফসিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাবেক সভাপতি ও কারী ইসরাঈল হুসাইন ।